দেশের জন্য আইদেশি
আইসিডিডিআরবির মিউকোজাল ইমিউনোলজি অ্যান্ড ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান তিনি। কয়েক দিন আগে র্যামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পেয়েছেন। এর আগে পেয়েছেন ফ্রেঞ্চ একাডেমি অব সায়েন্সের গ্র্যান্ড প্রাইজ, লরিয়েল-ইউনেসকো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার। এসব পুরস্কার থেকে পাওয়া অর্থে গড়ে তুলেছেন ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি)।