Press Releases

১ কোটি ২০ লাখ কিশোরী পাবে জরায়ুমুখ ক্যানসারের টিকা

ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) এর উদ্যোগে ‘স্কুলভিত্তিক এইচপিভি (জরায়ু ক্যানসার সৃষ্টিকারী ভাইরাস) সংক্রমণ, টিকাদান এবং জরায়ু ক্যানসার সচেতনতা প্রোগ্রাম’ শুরু উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে উপরোক্ত তথ্য জানানো হয়।
ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) কিশোরীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ‘স্কুলভিত্তিক সচেতনতা ও টিকাদান কর্মসূচি’ শুরু করেছে। গত রোববার এই সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী হয় মিরপুরের বিসিআইসি স্কুল ও আল-নাহিয়ান হাইস্কুলে। আইদেশির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইসিডিডিআরবির মিউকোজাল ইমিউনোলজি অ্যান্ড ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান তিনি। কয়েক দিন আগে র‌্যামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পেয়েছেন। এর আগে পেয়েছেন ফ্রেঞ্চ একাডেমি অব সায়েন্সের গ্র্যান্ড প্রাইজ, লরিয়েল-ইউনেসকো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার। এসব পুরস্কার থেকে পাওয়া অর্থে গড়ে তুলেছেন ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি)।

Highlights

Scroll to Top